১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

যে ৫ কারণে ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার করা জরুরি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ৪১৮২ বার দেখা হয়েছে

ম্যাজিকাল ভেষজ বলা হয় অ্যালোভেরাকে। এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি রূপচর্চাতেও এর জুড়ি মেলা ভার। অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে । বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য ভীষণ উপকারী এই ভেষজ। জেনে নিন কীভাবে ত্বকের উপকার করে অ্যালোভেরা জেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১। শুষ্ক ও প্রাণহীন ত্বকে নিয়মিত অ্যালোভেরা জেল লাগান। ত্বক হবে কোমল ও মসৃণ। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ভেষজটি।

২। প্রচণ্ড গরমে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। এছাড়া ত্বকে লালচে ছোপও দেখা দেয় গরমে। অ্যালোভেরা জেলে থাকা বিশেষ কিছু উপাদান ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই এই গরমে নিয়মিত ত্বকে ব্যবহার করুন এই জেল।

৩। অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী জীবাণু দূর করতে পারে। এতে ত্বক থাকে ব্রণমুক্ত।

৪। অ্যালোভেরায় থাকা ভিটামিন সি এবং ভিটামিন ই ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে তাই ত্বক থাকে বলিরেখাহীন ও টানটান।

৫। ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে উপকারী এই ভেষজ।

ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা?

আরও পড়ুন: হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ যাত্রী

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু, ১ চিমটি হলুদের গুঁড়া ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে মোলায়েম ও উজ্জ্বল।
১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে নিন। ত্বক শুষ্ক হলে ১ চা চামচ মধু মেশাবেন এই প্যাকে। ত্বক যদি তৈলাক্ত হয় হবে মধুর বদলে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
কমলালেবুর খোসার গুঁড়ো, চালের গুঁড়ো, মধু ও তুলসি পাতার মিশ্রণের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৪ টেবিল চামচ মধু ও আধা চা চামচ দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
পরিমাণ মতো অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা নারকেলের তেল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
অ্যালোভেরা জেলের সঙ্গে মুলতানি মাটি ও চন্দন পাউডার মিশিয়ে মুখে লাগান। ব্রণের দাগ চলে যাবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

যে ৫ কারণে ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার করা জরুরি

আপডেট: ১২:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

ম্যাজিকাল ভেষজ বলা হয় অ্যালোভেরাকে। এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি রূপচর্চাতেও এর জুড়ি মেলা ভার। অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে । বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য ভীষণ উপকারী এই ভেষজ। জেনে নিন কীভাবে ত্বকের উপকার করে অ্যালোভেরা জেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১। শুষ্ক ও প্রাণহীন ত্বকে নিয়মিত অ্যালোভেরা জেল লাগান। ত্বক হবে কোমল ও মসৃণ। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ভেষজটি।

২। প্রচণ্ড গরমে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। এছাড়া ত্বকে লালচে ছোপও দেখা দেয় গরমে। অ্যালোভেরা জেলে থাকা বিশেষ কিছু উপাদান ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই এই গরমে নিয়মিত ত্বকে ব্যবহার করুন এই জেল।

৩। অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী জীবাণু দূর করতে পারে। এতে ত্বক থাকে ব্রণমুক্ত।

৪। অ্যালোভেরায় থাকা ভিটামিন সি এবং ভিটামিন ই ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে তাই ত্বক থাকে বলিরেখাহীন ও টানটান।

৫। ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে উপকারী এই ভেষজ।

ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা?

আরও পড়ুন: হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ যাত্রী

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু, ১ চিমটি হলুদের গুঁড়া ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে মোলায়েম ও উজ্জ্বল।
১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে নিন। ত্বক শুষ্ক হলে ১ চা চামচ মধু মেশাবেন এই প্যাকে। ত্বক যদি তৈলাক্ত হয় হবে মধুর বদলে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
কমলালেবুর খোসার গুঁড়ো, চালের গুঁড়ো, মধু ও তুলসি পাতার মিশ্রণের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৪ টেবিল চামচ মধু ও আধা চা চামচ দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
পরিমাণ মতো অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা নারকেলের তেল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
অ্যালোভেরা জেলের সঙ্গে মুলতানি মাটি ও চন্দন পাউডার মিশিয়ে মুখে লাগান। ব্রণের দাগ চলে যাবে।

ঢাকা/এসএম