১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • / ৪১৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন মিয়ানমারের সেনাপ্রধান ও গত ফেব্রুয়ারিতে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা দখলকারী জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী মঙ্গলবার থেকে তিন দিনের ওই নিরাপত্তা সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সম্মেলেন হ্লাইং নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরের অংশ হিসেবে ২২ থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন তিনি।

গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত ও বন্দি করার পর এটি তার দ্বিতীয় প্রকাশ্য বিদেশ সফর। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন তিনি। মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় জাতিসংঘ দেশটিতে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরল এক আহ্বান জানানোর দুইদিনের মাথায় হ্লাইং রাশিয়া সফরে গেলেন। সামরিক জান্তাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে পাস হওয়া ওই প্রস্তাবে নিজ দেশের ওপর জান্তার সহিংসতা ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো, তা বন্ধ করার সঙ্গে সঙ্গে দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। সাধারণ পরিষদে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্কোরানের বার্গেনার বলেছেন, ‘বড় ধরনের কোনো গৃহযুদ্ধের শঙ্কা সেখানে বাস্তব হয়ে দেখা দিয়েছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগও কমে আসছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের ১১৯টি দেশ সমর্থন জানিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে শুধু বেলারুশ। অপর যে ৩৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, তার মধ্যে রয়েছে রাশিয়া ও চীন। এই দুইটি দেশ মিয়ানমারে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে।অভ্যুত্থানের পর থেকে ৭৫ বছর বয়সী সু চি গৃহবন্দী রয়েছেন। তার সম্পর্কে এরপর খুব কম জানা গেছে। এর মধ্যে শুধু তাকে আদালতে হাজির হতে দেখা গেছে। গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মিয়ানমারের সামরিক বাহিনী এই অভ্যুত্থান করেছে।

তবে স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক ও দেশটির নির্বাচন কমিশন বলে আসছে, নভেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও তারা বর্ণনা করেছেন। অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক আকারে বিক্ষোভ শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনী নিষ্ঠুরভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী, অ্যাকটিভিস্ট এবং সাংবাদিকদের বিরুদ্ধে দমন অভিযান চালিয়েছে।

পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ৮৬০ জনের বেশি ব্যক্তিকে হত্যা করেছে এবং পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করেছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

আপডেট: ০১:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন মিয়ানমারের সেনাপ্রধান ও গত ফেব্রুয়ারিতে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা দখলকারী জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী মঙ্গলবার থেকে তিন দিনের ওই নিরাপত্তা সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সম্মেলেন হ্লাইং নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরের অংশ হিসেবে ২২ থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন তিনি।

গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত ও বন্দি করার পর এটি তার দ্বিতীয় প্রকাশ্য বিদেশ সফর। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন তিনি। মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় জাতিসংঘ দেশটিতে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরল এক আহ্বান জানানোর দুইদিনের মাথায় হ্লাইং রাশিয়া সফরে গেলেন। সামরিক জান্তাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে পাস হওয়া ওই প্রস্তাবে নিজ দেশের ওপর জান্তার সহিংসতা ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো, তা বন্ধ করার সঙ্গে সঙ্গে দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। সাধারণ পরিষদে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্কোরানের বার্গেনার বলেছেন, ‘বড় ধরনের কোনো গৃহযুদ্ধের শঙ্কা সেখানে বাস্তব হয়ে দেখা দিয়েছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগও কমে আসছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের ১১৯টি দেশ সমর্থন জানিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে শুধু বেলারুশ। অপর যে ৩৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, তার মধ্যে রয়েছে রাশিয়া ও চীন। এই দুইটি দেশ মিয়ানমারে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে।অভ্যুত্থানের পর থেকে ৭৫ বছর বয়সী সু চি গৃহবন্দী রয়েছেন। তার সম্পর্কে এরপর খুব কম জানা গেছে। এর মধ্যে শুধু তাকে আদালতে হাজির হতে দেখা গেছে। গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মিয়ানমারের সামরিক বাহিনী এই অভ্যুত্থান করেছে।

তবে স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক ও দেশটির নির্বাচন কমিশন বলে আসছে, নভেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও তারা বর্ণনা করেছেন। অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক আকারে বিক্ষোভ শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনী নিষ্ঠুরভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী, অ্যাকটিভিস্ট এবং সাংবাদিকদের বিরুদ্ধে দমন অভিযান চালিয়েছে।

পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ৮৬০ জনের বেশি ব্যক্তিকে হত্যা করেছে এবং পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করেছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: