০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপনে অর্থায়ন করছে ভারত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / ৪১১৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ভারত। এ তথ্য জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী দিনে দেশের আইসিটি সেক্টরে ভারতের সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২৭ জুলাই) ‘আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণ’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পরে নানা অমীমাংসিত সমস্যার দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত অর্থায়ন করছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পলক বলেন, ‌‘এ বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামক একটি প্রকল্প স্থাপনে ভারত অনুদান দেবে মর্মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’

পলক আরও বলেন, ‘এ সমঝোতার আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আইসিটি শিল্পের বিকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২৫ কোটি টাকা ভারতীয় অনুদান দেওয়া হবে। এই প্রকল্পে মোট ৬১.০২৫৯ কোটি টাকা ব্যয় করা হবে। যার বাকি অংশ (৩৬.০২৫৯ কোটি টাকা) সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখান থেকে আগামী দুই বছরে প্রায় আড়াই হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে। ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সটেনডেড রিয়ালিটি ও অন্যান্য উচ্চতর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৩০ জনকে ছয় মাসের জন্য ভারতে আইসিটির ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো  হবে।’

অদূর ভবিষ্যতে ভারত তাদের সহযোগিতার ক্ষেত্র বাংলাদেশে আরও প্রসারিত করবে বলে পলক আশা প্রকাশ করেন।

সভার সঞ্চালনায় ছিলেন- ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর গুরমিত সিং। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বন্দীপ নারুলা ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরিফ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনির, উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশাসহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ ধাপে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মার্কেটিং কনসালটেন্ট তামজিদ বিন আহমেদের সঞ্চালনায় বিটুবি নেটওয়ার্কিং সেশনে দুই দেশের আইটি ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। 

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপনে অর্থায়ন করছে ভারত

আপডেট: ০৮:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ভারত। এ তথ্য জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী দিনে দেশের আইসিটি সেক্টরে ভারতের সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২৭ জুলাই) ‘আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণ’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পরে নানা অমীমাংসিত সমস্যার দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত অর্থায়ন করছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পলক বলেন, ‌‘এ বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামক একটি প্রকল্প স্থাপনে ভারত অনুদান দেবে মর্মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’

পলক আরও বলেন, ‘এ সমঝোতার আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আইসিটি শিল্পের বিকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২৫ কোটি টাকা ভারতীয় অনুদান দেওয়া হবে। এই প্রকল্পে মোট ৬১.০২৫৯ কোটি টাকা ব্যয় করা হবে। যার বাকি অংশ (৩৬.০২৫৯ কোটি টাকা) সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখান থেকে আগামী দুই বছরে প্রায় আড়াই হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে। ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সটেনডেড রিয়ালিটি ও অন্যান্য উচ্চতর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৩০ জনকে ছয় মাসের জন্য ভারতে আইসিটির ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো  হবে।’

অদূর ভবিষ্যতে ভারত তাদের সহযোগিতার ক্ষেত্র বাংলাদেশে আরও প্রসারিত করবে বলে পলক আশা প্রকাশ করেন।

সভার সঞ্চালনায় ছিলেন- ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর গুরমিত সিং। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বন্দীপ নারুলা ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরিফ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনির, উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশাসহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ ধাপে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মার্কেটিং কনসালটেন্ট তামজিদ বিন আহমেদের সঞ্চালনায় বিটুবি নেটওয়ার্কিং সেশনে দুই দেশের আইটি ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। 

ঢাকা/এনইউ

আরও পড়ুন: