০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

এটলাস বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য আছে আরো সুখবর!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
  • / ৪৫৭৩ বার দেখা হয়েছে

উৎপাদনহীন অবস্থান থেকে ব্যবসায়িক ভাবে পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ভারতীয় ব্র্যান্ড টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তি করেছে এটলাস বাংলাদেশ। পাশাপাশি চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের সাথে ডিস্ট্রিবিউশন অ্যান্ড টেকনিক্যাল এসিসটেন্স মেয়াদ আরো ২ বছরের জন্য নবায়ন করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও আরো একটি সুখবর রয়েছে পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য। জাপানী হোন্ডা কোম্পানির সাথেও চুক্তিবদ্ধ হতে যাচ্ছে এটলাস বাংলাদেশ।
সূত্র জানায়, জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন বাংলাদেশে বিনিয়োগ করেছে। ২০১৭ সালে মুন্সিগঞ্জের গজারিয়ায় আবদুল মোনেম ইকোনমিক জোনে জমি ইজারা নেয় প্রতিষ্ঠানটি। ওই সময় প্রতিষ্ঠানটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি খুলে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি গাজীপুরে একটি মোটরসাইকেল সংযোজন কারখানা করে। এতে ৩০ শতাংশ মালিকানা ছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)। নতুন এ প্রকল্পেও একই হারে অংশীদারত্ব থাকছে বিএসইসির। যার শতভাগই পাবে অটলাস বাংলাদেশ।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেটের পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছর তারা ১ লাখ মোটরসাইকেল উৎপাদন করবে। পঞ্চম বছরে উৎপাদনের পরিমাণ ৩ লাখ ইউনিটে উন্নীত করতে চায় তারা। শুরুতে নতুন কারখানায় প্রায় ৩০০ লোকের কর্মসংস্থান হবে। পরেতে এ সংখ্যা দাঁড়াবে ৫০০ জনে।
কি আছে টিবিএস ও এটলাসের চুক্তিতে:
এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) টিভিএস থেকে বছরে ১৫ থেকে ২০ হাজার মোটর সাইকেল সিকেডি বা সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় ক্রয় করে তা এটলাসের নিজস্ব কারখানায় সংযোজনপূর্বক সরবরাহ করবে।
ফলে প্রতিষ্ঠানটির আর্থিক অগ্রগতির পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ও ট্যাক্সবাবদ প্রায় ১৫ কোটি টাকা জমা হবে। এছাড়া বাজার চাহিদা বিবেচনায় শিগগিরই এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ যৌথভাবে বাংলাদেশে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ উৎপাদনের বিনিয়োগে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
সমঝোতা স্মারক অনুযায়ী দুই বছর মেয়াদী এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ করপোরেট পার্টনার হিসেবে কাজ করবে।
কি আছে চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের চুক্তিতে:
২০১৬-১৭ অর্থবছরে চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের ১০৯-টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল আমদানী করে সংযোজন করা হয়েছে। গত ২০ আগস্ট ২০১৭ ডিস্ট্রিবিউশন অ্যান্ড টেকনিক্যাল এসিসটেন্স এগ্রিমেন্টের মেয়াদ শেষান্তে পুনরায় তা আরো ২ বছরের জন্য নবায়ন করা হয়েছে। অর্থাৎ ২০১৯ সাথে কাজ করবে এটলাস বাংলাদেশ।
জাপানের হোন্ডা মটর কোম্পানি ও ভারতের হিরো মটোকর্প লিমিটেডের সাথে ব্যবসায়িক চুক্তি ছিন্ন হওয়ার পর ২০১৪ সালের জুনে এটলাস বাংলাদেশের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর পর চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের সাথে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ১০ হাজার মোটরসাইকের আমদানির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে । এর মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরে ৩ হাজার টি উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছিল। ১২৫০টি উনিট প্রকৃত উৎপাদন হয়েছে।
কি আছে হোন্ডার চুক্তিতে :
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি খুলে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি গাজীপুরে একটি মোটরসাইকেল সংযোজন কারখানা করে। এতে ৩০ শতাংশ মালিকানা ছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)। নতুন এ প্রকল্পেও একই হারে অংশীদারত্ব থাকছে বিএসইসির।- সূত্র-sharenews24.com

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

এটলাস বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য আছে আরো সুখবর!

আপডেট: ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮

উৎপাদনহীন অবস্থান থেকে ব্যবসায়িক ভাবে পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ভারতীয় ব্র্যান্ড টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তি করেছে এটলাস বাংলাদেশ। পাশাপাশি চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের সাথে ডিস্ট্রিবিউশন অ্যান্ড টেকনিক্যাল এসিসটেন্স মেয়াদ আরো ২ বছরের জন্য নবায়ন করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও আরো একটি সুখবর রয়েছে পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য। জাপানী হোন্ডা কোম্পানির সাথেও চুক্তিবদ্ধ হতে যাচ্ছে এটলাস বাংলাদেশ।
সূত্র জানায়, জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন বাংলাদেশে বিনিয়োগ করেছে। ২০১৭ সালে মুন্সিগঞ্জের গজারিয়ায় আবদুল মোনেম ইকোনমিক জোনে জমি ইজারা নেয় প্রতিষ্ঠানটি। ওই সময় প্রতিষ্ঠানটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি খুলে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি গাজীপুরে একটি মোটরসাইকেল সংযোজন কারখানা করে। এতে ৩০ শতাংশ মালিকানা ছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)। নতুন এ প্রকল্পেও একই হারে অংশীদারত্ব থাকছে বিএসইসির। যার শতভাগই পাবে অটলাস বাংলাদেশ।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেটের পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছর তারা ১ লাখ মোটরসাইকেল উৎপাদন করবে। পঞ্চম বছরে উৎপাদনের পরিমাণ ৩ লাখ ইউনিটে উন্নীত করতে চায় তারা। শুরুতে নতুন কারখানায় প্রায় ৩০০ লোকের কর্মসংস্থান হবে। পরেতে এ সংখ্যা দাঁড়াবে ৫০০ জনে।
কি আছে টিবিএস ও এটলাসের চুক্তিতে:
এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) টিভিএস থেকে বছরে ১৫ থেকে ২০ হাজার মোটর সাইকেল সিকেডি বা সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় ক্রয় করে তা এটলাসের নিজস্ব কারখানায় সংযোজনপূর্বক সরবরাহ করবে।
ফলে প্রতিষ্ঠানটির আর্থিক অগ্রগতির পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ও ট্যাক্সবাবদ প্রায় ১৫ কোটি টাকা জমা হবে। এছাড়া বাজার চাহিদা বিবেচনায় শিগগিরই এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ যৌথভাবে বাংলাদেশে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ উৎপাদনের বিনিয়োগে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
সমঝোতা স্মারক অনুযায়ী দুই বছর মেয়াদী এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ করপোরেট পার্টনার হিসেবে কাজ করবে।
কি আছে চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের চুক্তিতে:
২০১৬-১৭ অর্থবছরে চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের ১০৯-টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল আমদানী করে সংযোজন করা হয়েছে। গত ২০ আগস্ট ২০১৭ ডিস্ট্রিবিউশন অ্যান্ড টেকনিক্যাল এসিসটেন্স এগ্রিমেন্টের মেয়াদ শেষান্তে পুনরায় তা আরো ২ বছরের জন্য নবায়ন করা হয়েছে। অর্থাৎ ২০১৯ সাথে কাজ করবে এটলাস বাংলাদেশ।
জাপানের হোন্ডা মটর কোম্পানি ও ভারতের হিরো মটোকর্প লিমিটেডের সাথে ব্যবসায়িক চুক্তি ছিন্ন হওয়ার পর ২০১৪ সালের জুনে এটলাস বাংলাদেশের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর পর চীনের চংকিং জনশেন গ্রুপ ইমপোর্ট/এক্সপোর্ট করপোরেশনের সাথে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ১০ হাজার মোটরসাইকের আমদানির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে । এর মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরে ৩ হাজার টি উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছিল। ১২৫০টি উনিট প্রকৃত উৎপাদন হয়েছে।
কি আছে হোন্ডার চুক্তিতে :
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি খুলে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি গাজীপুরে একটি মোটরসাইকেল সংযোজন কারখানা করে। এতে ৩০ শতাংশ মালিকানা ছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)। নতুন এ প্রকল্পেও একই হারে অংশীদারত্ব থাকছে বিএসইসির।- সূত্র-sharenews24.com