০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উত্তরা ফাইন্যান্সের পর্ষদ ভেঙে নতুন চার পরিচালক নিয়োগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৪২৮৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন চার পরিচালককে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নতুন নিয়োগপ্রাপ্ত চার পরিচালক হলেন, মেজর জেনারেল মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ মইনুর চৌধুরী, মাহমুদ হোসাইন ও মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

তিনি জানান, আগেই প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল। আজ নতুন চারজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রস্তাবিত পরিচালকদের নামের তালিকা চাওয়া হয়। তারা ১২ জনের তালিকা পাঠিয়েছিল। এদের মধ্যে থেকে চারজনকে পরিচালক নিযুক্ত করা হয়েছে। তবে এখনও চেয়ারম্যান নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন: আবারও বাড়লো নেগেটিভ ইক্যুইটির বিপরীতে প্রভিশনিংয়ের মেয়াদ

প্রসঙ্গত, ২০১৯ সালে উত্তরা ফাইন্যান্সের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর পরিদর্শন করে আমানতদারীদের অর্থ নিয়ে স্বেচ্ছাচারিতার বিভিন্ন তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। আমানতের টাকা প্রতিষ্ঠানের হিসাবে জমা না করা, কলমানির টাকা নিয়মবহির্ভূতভাবে পরিচালকের ব্যক্তিগত কাজে খাটানো, অগ্রিম ও প্রি-পেমেন্টের নামে নিয়মবহির্ভূতভাবে অর্থ বের করাসহ অন্তত ৩ হাজার ৪৪০ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির তখনকার এমডি ও কয়েকজন পরিচালক মিলে এ অনিয়ম করেন।

২০২০ সালে দীর্ঘ পরিদর্শন শেষে ২০২১ সালে এসে দিকনির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান রহমান রহমান হকের বিশেষ নিরীক্ষায়ও অনিয়মের সত্যতা পাওয়া যায়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

উত্তরা ফাইন্যান্সের পর্ষদ ভেঙে নতুন চার পরিচালক নিয়োগ

আপডেট: ১১:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন চার পরিচালককে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নতুন নিয়োগপ্রাপ্ত চার পরিচালক হলেন, মেজর জেনারেল মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ মইনুর চৌধুরী, মাহমুদ হোসাইন ও মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

তিনি জানান, আগেই প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল। আজ নতুন চারজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রস্তাবিত পরিচালকদের নামের তালিকা চাওয়া হয়। তারা ১২ জনের তালিকা পাঠিয়েছিল। এদের মধ্যে থেকে চারজনকে পরিচালক নিযুক্ত করা হয়েছে। তবে এখনও চেয়ারম্যান নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন: আবারও বাড়লো নেগেটিভ ইক্যুইটির বিপরীতে প্রভিশনিংয়ের মেয়াদ

প্রসঙ্গত, ২০১৯ সালে উত্তরা ফাইন্যান্সের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর পরিদর্শন করে আমানতদারীদের অর্থ নিয়ে স্বেচ্ছাচারিতার বিভিন্ন তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। আমানতের টাকা প্রতিষ্ঠানের হিসাবে জমা না করা, কলমানির টাকা নিয়মবহির্ভূতভাবে পরিচালকের ব্যক্তিগত কাজে খাটানো, অগ্রিম ও প্রি-পেমেন্টের নামে নিয়মবহির্ভূতভাবে অর্থ বের করাসহ অন্তত ৩ হাজার ৪৪০ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির তখনকার এমডি ও কয়েকজন পরিচালক মিলে এ অনিয়ম করেন।

২০২০ সালে দীর্ঘ পরিদর্শন শেষে ২০২১ সালে এসে দিকনির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান রহমান রহমান হকের বিশেষ নিরীক্ষায়ও অনিয়মের সত্যতা পাওয়া যায়।

ঢাকা/টিএ