০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এবার এক সেকেন্ডেই করোনা পরীক্ষা!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ৪১৯৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ মানুষের মুখের লালা কিংবা থুতু থেকে নমুনা নিয়ে মাত্র এক সেকেন্ডেই করোনা শনাক্ত করা যাবে। এমন একটি সেন্সর ব্যবস্থা উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা।

এই পদ্ধতিতে বর্তমানের চেয়ে অনেক বেশি দ্রুত সময়ের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর দিয়েছে।

জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি নামের একটি সাময়িকীতে এ নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে।

নিবন্ধের লেখক ও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার রসায়ন প্রকৌশলের ডক্টরাল ক্যান্ডিডেট মিনঘান জিয়ান বলেন, আমাদের বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো হবে। এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে। এ পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকে।

সেন্সর স্ট্রিপে দুটি ইলেকট্রোড থাকবে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। পরীক্ষার সময় স্ট্রিপের ইলেকট্রোডে হালকা বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্লেষণের জন্য।
ব্যবস্থাটি এই সংকেত বিশ্লেষণ করে স্ক্রিনে ফল জানাবে দাবি করেন এই বিজ্ঞানী।
গবেষকেরা বলেন, এতে করোনা পরীক্ষার খরচ কমবে। এই প্রযুক্তি শুধু করোনা পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে এমনটা নয়। অন্যান্য রোগ পরীক্ষার জন্যও ব্যবহার করা যাবে।
জিয়ান বলেন, যে ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি ব্যবহার করা হচ্ছে, তাতে অন্য অ্যান্টিবডি ব্যবহার করেই অন্য রোগের পরীক্ষা করা যাবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

এবার এক সেকেন্ডেই করোনা পরীক্ষা!

আপডেট: ১১:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

বিজনেস জার্নাল ডেস্কঃ মানুষের মুখের লালা কিংবা থুতু থেকে নমুনা নিয়ে মাত্র এক সেকেন্ডেই করোনা শনাক্ত করা যাবে। এমন একটি সেন্সর ব্যবস্থা উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা।

এই পদ্ধতিতে বর্তমানের চেয়ে অনেক বেশি দ্রুত সময়ের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর দিয়েছে।

জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি নামের একটি সাময়িকীতে এ নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে।

নিবন্ধের লেখক ও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার রসায়ন প্রকৌশলের ডক্টরাল ক্যান্ডিডেট মিনঘান জিয়ান বলেন, আমাদের বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো হবে। এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে। এ পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকে।

সেন্সর স্ট্রিপে দুটি ইলেকট্রোড থাকবে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। পরীক্ষার সময় স্ট্রিপের ইলেকট্রোডে হালকা বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্লেষণের জন্য।
ব্যবস্থাটি এই সংকেত বিশ্লেষণ করে স্ক্রিনে ফল জানাবে দাবি করেন এই বিজ্ঞানী।
গবেষকেরা বলেন, এতে করোনা পরীক্ষার খরচ কমবে। এই প্রযুক্তি শুধু করোনা পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে এমনটা নয়। অন্যান্য রোগ পরীক্ষার জন্যও ব্যবহার করা যাবে।
জিয়ান বলেন, যে ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি ব্যবহার করা হচ্ছে, তাতে অন্য অ্যান্টিবডি ব্যবহার করেই অন্য রোগের পরীক্ষা করা যাবে।

ঢাকা/এসআর