০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ডিএসইতে মোবাইল গ্রাহক বাড়লেও কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ৪৩৬৭ বার দেখা হয়েছে

বিদায়ী বছরে অর্থাৎ২০২২ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলে লেনদেনকারীর পরিমাণ বেড়েছে। তবে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা বাড়লেও কমেছে লেনদেনের পরিমান। বছরের ব্যবধানে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে। আলোচ্য বছরে মোবাইলের মাধ্যমে লেনদেন কমেছে ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি বছরে অর্থাৎ ২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭১০৩ জনে। গত বছরে অর্থাৎ ২০২১ সালে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ছিল ৭৭০৫৮ জন৷ বছরের ব্যাবধানে শেষে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে।

চলতি বছরে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৭৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা। গত বছরে অর্থাৎ ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ টাকা। সেই হিসাবে ডিএসইতে মোবাইল লেনদেন কমেছে ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন: এসএমই মার্কেটে গড় লেনদেন ১০ কোটি টাকা

২০২২ সালে এর মধ্যে ক্রয়ের পরিমান ছিল ১৫ হাজার ৩৫৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। বিক্রয়ের পরিমান ছিল ১৪ হাজার ৭২৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১২.৮৩ শতাংশ৷

২০২১ সালে ক্রয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৭৮২ কোটি ৬৭ লাখ টাকা। আর বিক্রয়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৯৮ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। যা মোট লেনদেনের ১২.০৬ শতাংশ৷

২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১৩.১০ মিলিয়ন আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার আদেশ কার্যকর হয়৷ অপরদিকে ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার আদেশ কার্যকর হয়৷

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

ডিএসইতে মোবাইল গ্রাহক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট: ০২:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

বিদায়ী বছরে অর্থাৎ২০২২ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলে লেনদেনকারীর পরিমাণ বেড়েছে। তবে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা বাড়লেও কমেছে লেনদেনের পরিমান। বছরের ব্যবধানে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে। আলোচ্য বছরে মোবাইলের মাধ্যমে লেনদেন কমেছে ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি বছরে অর্থাৎ ২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭১০৩ জনে। গত বছরে অর্থাৎ ২০২১ সালে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ছিল ৭৭০৫৮ জন৷ বছরের ব্যাবধানে শেষে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে।

চলতি বছরে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৭৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা। গত বছরে অর্থাৎ ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ টাকা। সেই হিসাবে ডিএসইতে মোবাইল লেনদেন কমেছে ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন: এসএমই মার্কেটে গড় লেনদেন ১০ কোটি টাকা

২০২২ সালে এর মধ্যে ক্রয়ের পরিমান ছিল ১৫ হাজার ৩৫৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। বিক্রয়ের পরিমান ছিল ১৪ হাজার ৭২৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১২.৮৩ শতাংশ৷

২০২১ সালে ক্রয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৭৮২ কোটি ৬৭ লাখ টাকা। আর বিক্রয়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৯৮ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। যা মোট লেনদেনের ১২.০৬ শতাংশ৷

২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১৩.১০ মিলিয়ন আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার আদেশ কার্যকর হয়৷ অপরদিকে ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার আদেশ কার্যকর হয়৷

ঢাকা/টিএ