০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত ১

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৪৮ বার দেখা হয়েছে

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কাউন্সিল প্রারর্থীসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০)। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, দুপুরে কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন গুরুতর আহত হন। তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হন। খবর পেয়ে বিজিবির স্ট্রাইকিং ফোর্স লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহীর চারঘাট পৌরসভার ধানাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশ।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত ১

আপডেট: ০৫:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কাউন্সিল প্রারর্থীসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০)। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, দুপুরে কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন গুরুতর আহত হন। তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হন। খবর পেয়ে বিজিবির স্ট্রাইকিং ফোর্স লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহীর চারঘাট পৌরসভার ধানাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশ।

 

আরও পড়ুন: