০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশের জয়কে ‘অঘটন’ বলছে ভারতীয় মিডিয়া!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / ৪১৯০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘ফের অঘটন, দ্বিতীয় টি-২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ‌’ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়ের পর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের শিরোনাম এটি! যার মাধ্যমে রীতিমতো টাইগারদের খাটো করেই দেখেছে তারা। অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলকে খাটো করে দেখার নীতি নতুন নয়, বেশ পুরনো তাদের ক্ষেত্রে।

সম্প্রতি দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরে সেটা বুঝিয়ে দিয়েছে তারা। জিম্বাবুয়ে থেকে তিন ফরমেটেই শিরোপা জিতে দেশে ফিরেছে সাকিব-তামিম-রিয়াদরা। দেশের মাটিতেও সেই ফর্ম ধরে রেখেছে। এবার ধরাশায়ী অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। দুটি ম্যাচেই ধারাবাহিকতা ধরে রেখেছে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

মেহেদী, মুস্তাফিজ, সাকিব, শরীফুলদের বোলিং তোপের সামনে যেন পাত্তাই পায়নি অজি দল। দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে দিয়ে জয় তুলে নেয় টাইগাররা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন জয়ে যখন সমর্থকরা মেতেছেন বাংলাদেশ দলের প্রশংসায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে টাইগার বন্দনা ঠিক তখনই বাংলাদেশকে খাটো করে সংবাদের শিরোনাম করেছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার।

তবে এবারই নতুন নয়, ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করা হয়েছিল এর আগেও। এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে হারের পর কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার লিখেছিল, ‌‘দু‌ইবার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পন্তের ভুলেই কি হারতে হলো ভারতকে?‌’

বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয় এখন আর নতুন কিছু নয়। শক্তিশালী সব দলকেই হারিয়েছে তারা। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া দলকে টানা দুই ম্যাচে হারিয়ে উড়ছে বাংলাদেশ। বাংলাদেশের এমন জয়কে খাটো করে উপস্থাপন করে যেন অনেকটা সংকীর্ণ মানসিকতার প্রমাণই দিল পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় সংবাদমাধ্যমটি!

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বাংলাদেশের জয়কে ‘অঘটন’ বলছে ভারতীয় মিডিয়া!

আপডেট: ০৫:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘ফের অঘটন, দ্বিতীয় টি-২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ‌’ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়ের পর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের শিরোনাম এটি! যার মাধ্যমে রীতিমতো টাইগারদের খাটো করেই দেখেছে তারা। অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলকে খাটো করে দেখার নীতি নতুন নয়, বেশ পুরনো তাদের ক্ষেত্রে।

সম্প্রতি দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরে সেটা বুঝিয়ে দিয়েছে তারা। জিম্বাবুয়ে থেকে তিন ফরমেটেই শিরোপা জিতে দেশে ফিরেছে সাকিব-তামিম-রিয়াদরা। দেশের মাটিতেও সেই ফর্ম ধরে রেখেছে। এবার ধরাশায়ী অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। দুটি ম্যাচেই ধারাবাহিকতা ধরে রেখেছে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

মেহেদী, মুস্তাফিজ, সাকিব, শরীফুলদের বোলিং তোপের সামনে যেন পাত্তাই পায়নি অজি দল। দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে দিয়ে জয় তুলে নেয় টাইগাররা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন জয়ে যখন সমর্থকরা মেতেছেন বাংলাদেশ দলের প্রশংসায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে টাইগার বন্দনা ঠিক তখনই বাংলাদেশকে খাটো করে সংবাদের শিরোনাম করেছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার।

তবে এবারই নতুন নয়, ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করা হয়েছিল এর আগেও। এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে হারের পর কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার লিখেছিল, ‌‘দু‌ইবার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পন্তের ভুলেই কি হারতে হলো ভারতকে?‌’

বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয় এখন আর নতুন কিছু নয়। শক্তিশালী সব দলকেই হারিয়েছে তারা। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া দলকে টানা দুই ম্যাচে হারিয়ে উড়ছে বাংলাদেশ। বাংলাদেশের এমন জয়কে খাটো করে উপস্থাপন করে যেন অনেকটা সংকীর্ণ মানসিকতার প্রমাণই দিল পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় সংবাদমাধ্যমটি!

ঢাকা/এনইউ

আরও পড়ুন: