০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন সাকিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • / ৪৩১৬ বার দেখা হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কেন? ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসিকে না করে দিয়েছেন তিনি। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে বিষয়টা।

সেখানে জানানো হয়েছে,‘ ব্যক্তিগত কারণে সাকিব সদে দাঁড়িয়েছেন। তার বদলি খেলোয়াড় শীঘ্রই ঘোষণা করা হবে।’

গত বছর প্রলংকরী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের দুটি স্টেডিয়াম। আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আয়ের অর্থ ব্যয় করা হবে স্টেডিয়াম দুটির সংস্কারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে খেলবেন তামিম ইকবাল। তামিম ছাড়াও তারকা সমৃদ্ধ স্কোয়াডে আছেন এউইন মরগান, শহীদ আফ্রিদি, দিনেশ কার্তিক, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগন, শোয়েব মালিক, হার্দিক পান্ডিয়া ও থিসারা পেরেরার মতো খেলোয়াড়রা।

এদিকে সাকিবের বদলি হিসেবে আইসিসি কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা না করলেও দলে নেওয়া হয়েছে নেপালের স্পিনার সন্দীপ লামিচানেকে। ১৭ বছর বয়সী এই তরুণ বিশ্ব একাদশে সুযোগ পেয়ে দারুণ খুশি।

শেয়ার করুন

x
English Version

বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন সাকিব

আপডেট: ০২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কেন? ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসিকে না করে দিয়েছেন তিনি। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে বিষয়টা।

সেখানে জানানো হয়েছে,‘ ব্যক্তিগত কারণে সাকিব সদে দাঁড়িয়েছেন। তার বদলি খেলোয়াড় শীঘ্রই ঘোষণা করা হবে।’

গত বছর প্রলংকরী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের দুটি স্টেডিয়াম। আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আয়ের অর্থ ব্যয় করা হবে স্টেডিয়াম দুটির সংস্কারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে খেলবেন তামিম ইকবাল। তামিম ছাড়াও তারকা সমৃদ্ধ স্কোয়াডে আছেন এউইন মরগান, শহীদ আফ্রিদি, দিনেশ কার্তিক, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগন, শোয়েব মালিক, হার্দিক পান্ডিয়া ও থিসারা পেরেরার মতো খেলোয়াড়রা।

এদিকে সাকিবের বদলি হিসেবে আইসিসি কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা না করলেও দলে নেওয়া হয়েছে নেপালের স্পিনার সন্দীপ লামিচানেকে। ১৭ বছর বয়সী এই তরুণ বিশ্ব একাদশে সুযোগ পেয়ে দারুণ খুশি।