০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র: ইরানের বিপ্লবী গার্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১০৩০৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শনিবার মধ্যরাতের পর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় আজকের বোমা হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার এক বিবৃতিতে আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের অতীতেও এমন ব্যর্থ হামলা করে। এসব ব্যর্থ হামলার পুনরাবৃত্তি মার্কিনীদের কৌশলগত অক্ষমতা প্রদর্শন করে। এবারের ইরানে হামলা মধ্যপ্রাচ্যের বাস্তবতার প্রতি অবহেলা প্রদর্শন করে।

বিবৃতিতে আইআরজিসি বলছে, বারবারের ব্যর্থ হামলা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নেওয়ার পরিবর্তে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এবারের হামলায় অংশ নিয়ে ওয়াশিংটন আগ্রাসনের সামনের সারিতে এসে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

ইরানের আধা সামরিক বাহিনী জানিয়েছে, আমরা আজকের হামলায় অংশ নেওয়া মার্কিন বিমানগুলো কোথায় থেকে উড্ডয়ন হয়েছে, সেসব স্থানগুলো ‘শনাক্ত’ এবং পর্যবেক্ষণ করা হয়েছে।

সতর্ক করে আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার এবং আকার কোনো শক্তি নয়। বরং এর ফলে এই অঞ্চলে তাদের দুর্বলতা দ্বিগুণ করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র: ইরানের বিপ্লবী গার্ড

আপডেট: ০৬:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শনিবার মধ্যরাতের পর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় আজকের বোমা হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার এক বিবৃতিতে আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের অতীতেও এমন ব্যর্থ হামলা করে। এসব ব্যর্থ হামলার পুনরাবৃত্তি মার্কিনীদের কৌশলগত অক্ষমতা প্রদর্শন করে। এবারের ইরানে হামলা মধ্যপ্রাচ্যের বাস্তবতার প্রতি অবহেলা প্রদর্শন করে।

বিবৃতিতে আইআরজিসি বলছে, বারবারের ব্যর্থ হামলা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নেওয়ার পরিবর্তে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এবারের হামলায় অংশ নিয়ে ওয়াশিংটন আগ্রাসনের সামনের সারিতে এসে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

ইরানের আধা সামরিক বাহিনী জানিয়েছে, আমরা আজকের হামলায় অংশ নেওয়া মার্কিন বিমানগুলো কোথায় থেকে উড্ডয়ন হয়েছে, সেসব স্থানগুলো ‘শনাক্ত’ এবং পর্যবেক্ষণ করা হয়েছে।

সতর্ক করে আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার এবং আকার কোনো শক্তি নয়। বরং এর ফলে এই অঞ্চলে তাদের দুর্বলতা দ্বিগুণ করেছে।

ঢাকা/এসএইচ