১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

টেটলি এসিআইয়ের শেয়ার কিনবে টাটা কনজ্যুউমার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: টাটা কনজ্যুউমার প্রডাক্টস ওভারসিস হোল্ডিংস (টিসিপি) লিমিটেড টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। গত ২৩ সেপ্টেম্বর অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টাটা কনজ্যুউমার প্রডাক্টস এর মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, টাটা কনজ্যুউমার প্রডাক্টস একটি ইংলিশ কোম্পানি। কোম্পানিটির হেডকোয়াটার ইন্ডিয়ার মুম্বায়ে। টিসিপি টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। টেটলি এসিআইয়ে এসিআইয়ের ৫০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে।

এসিআই এবং টিসিপি একটি সোহার্দপূর্ণ চক্তিতে পোঁছেছে। এসিআইয়ের পরিচালনা পর্ষদ খসড়া চুক্তি অনুমোদন করেছে।

আরও পড়ুন: অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আয় কমেছে ১৬ শতাংশ

চুক্তির অধীনে এসিআই পুরো মালিকানা বিক্রি করবে ১০ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। এসিআই বিক্রয়, বণ্টন এবং লিজ চুক্তি বাবদ গ্রহণ করবে ৩ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা।

এসিআই এবং টিসিপি একসাথে টিসিপির মূল কোম্পানি টাটা কনজ্যুউমার প্রডাক্টস ইউকে গ্রুপের সাথে সেটেলমেন্ট চুক্তি করবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

টেটলি এসিআইয়ের শেয়ার কিনবে টাটা কনজ্যুউমার

আপডেট: ১২:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: টাটা কনজ্যুউমার প্রডাক্টস ওভারসিস হোল্ডিংস (টিসিপি) লিমিটেড টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। গত ২৩ সেপ্টেম্বর অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টাটা কনজ্যুউমার প্রডাক্টস এর মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, টাটা কনজ্যুউমার প্রডাক্টস একটি ইংলিশ কোম্পানি। কোম্পানিটির হেডকোয়াটার ইন্ডিয়ার মুম্বায়ে। টিসিপি টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। টেটলি এসিআইয়ে এসিআইয়ের ৫০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে।

এসিআই এবং টিসিপি একটি সোহার্দপূর্ণ চক্তিতে পোঁছেছে। এসিআইয়ের পরিচালনা পর্ষদ খসড়া চুক্তি অনুমোদন করেছে।

আরও পড়ুন: অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আয় কমেছে ১৬ শতাংশ

চুক্তির অধীনে এসিআই পুরো মালিকানা বিক্রি করবে ১০ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। এসিআই বিক্রয়, বণ্টন এবং লিজ চুক্তি বাবদ গ্রহণ করবে ৩ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা।

এসিআই এবং টিসিপি একসাথে টিসিপির মূল কোম্পানি টাটা কনজ্যুউমার প্রডাক্টস ইউকে গ্রুপের সাথে সেটেলমেন্ট চুক্তি করবে।

ঢাকা/টিএ