০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ফেব্রুয়ারিতে ঢাকায় আইওস্কোর সম্মেলন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৪১৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাজধানী ঢাকায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্ল্যাটফরম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস(আইওস্কো) এর সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংস্থাটির এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি এবং  ইউরোপিয়ান রিজিওনাল কমিটি অংশ নেবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আইওস্কোর এ ক্যাটাগরির সদস্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইওস্কোর ওই সম্মেলন দেশের জন্য আরও মর্যাদা বয়ে আনবে। আন্তর্জাতিক পুঁজিবাজারে আমাদের ভাবমূর্তি আরও উন্নত হবে।

উল্লেখ, চলতি বছরের আগস্ট মাসে প্রফেসর শিবলী আইওস্কোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি-ই প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক এই ফোরামের এমন উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন।

আরও পড়ুন: ১২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আইস্কোর বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় ঢাকায় আইওস্কোর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

উল্লেখ, ১৯৮১ সালে আইওস্কো প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫২। সংস্থাটির প্রধান কাজ হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি,ক্যাপাসিটি বাড়ানো, আন্তর্জাতিক মান প্রণয়ন (Standard), মনিটরিং ইত্যাদি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ফেব্রুয়ারিতে ঢাকায় আইওস্কোর সম্মেলন

আপডেট: ০১:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাজধানী ঢাকায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্ল্যাটফরম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস(আইওস্কো) এর সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংস্থাটির এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি এবং  ইউরোপিয়ান রিজিওনাল কমিটি অংশ নেবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আইওস্কোর এ ক্যাটাগরির সদস্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইওস্কোর ওই সম্মেলন দেশের জন্য আরও মর্যাদা বয়ে আনবে। আন্তর্জাতিক পুঁজিবাজারে আমাদের ভাবমূর্তি আরও উন্নত হবে।

উল্লেখ, চলতি বছরের আগস্ট মাসে প্রফেসর শিবলী আইওস্কোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি-ই প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক এই ফোরামের এমন উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন।

আরও পড়ুন: ১২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আইস্কোর বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় ঢাকায় আইওস্কোর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

উল্লেখ, ১৯৮১ সালে আইওস্কো প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫২। সংস্থাটির প্রধান কাজ হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি,ক্যাপাসিটি বাড়ানো, আন্তর্জাতিক মান প্রণয়ন (Standard), মনিটরিং ইত্যাদি।

ঢাকা/এসএ