০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ম্যাচ জিতেও মাঠের সমালোচনা করলেন ব্রাজিল কোচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / ৪১৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কোপা আমেরিকায় ব্রাজিল নিজেদের তৃতীয় জয়টা তুলে নিয়েছে। তবে নেইমারদের এই জয়ে লেগে আছে খানিকটা বিতর্কের কালিমা। কোচ তিতে কষ্টার্জিত এই জয়ের পর খেলোয়াড়দের মানসিকতার প্রশংসাই করলেন। তবে মাঠের অবস্থা নিয়ে সমালোচনায়ও মুখর হলেন তিনি। 

রিও ডি জেনিরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে ব্রাজিল পিছিয়ে পড়েছিল ম্যাচের ১২ মিনিটেই। তবে ৭৮ মিনিটে যখন নেইমাররা সমতায় ফিরলেন, প্রতিপক্ষ খেলোয়াড়রা ফেটে পড়েছিলেন ক্ষোভে। কারণ ফিরমিনোর সেই গোলের বিল্ড আপে বল লেগেছিল রেফারির গায়ে। কথা কাটাকাটির জেরে খেলাও বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। তবে শেষ মিনিটে নেইমার ঝলকে ক্যাসেমিরোর দারুণ হেডার ২-১ গোলের কষ্টার্জিত এক জয় এনে দেয় ব্রাজিলকে।

তবে রেফারিং নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, কম হচ্ছে না মাঠের অবস্থা নিয়েও। ব্রাজিলকে প্রায় এক সপ্তাহের নোটিশে এই টুর্নামেন্ট আয়োজনে নামতে হয়েছে। যার ফলে মাঠ প্রস্তুতের পর্যাপ্ত সুযোগটাও মেলেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের। খেলতে হচ্ছে এমন সব মাঠে, ইউরোপীয় মানদণ্ডের বিচারে যা পিছিয়ে আছে অনেক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন মাঠের সমালোচনা আর্জেন্টিনা অধিনায়ক মেসি করেছিলেন কিছুদিন আগে। এবার সেই দলে যোগ দিলেন তিতেও। ব্রাজিল কোচের কথা, ‘খেলার জন্য এটা খুবই খারাপ একটা মাঠ। স্বাভাবিক গতি ধীর করে দেয় এটা, এর ফলে যারা সৃষ্টিশীল খেলা খেলতে চায়, তারা তা পারেন না।’ 

তবে মাঠের পরিস্থিতি ঠিক করার জন্য যে সময় দরকার, তাও পায়নি ব্রাজিল। সে বিষয়টা ভুলে যাননি ব্রাজিল কোচ। বললেন, ‘তবে এটা প্রস্তুত করার জন্য সময়টাও খুব কম পাওয়া গেছে। এত কম সময়ে এটা গড়েও তোলা যায় না। তবে এ মাঠ ইউরোপের শীর্ষ খেলোয়াড়দের জন্য অগ্রহণযোগ্য। যদিও দুই দলকেই একই পরিস্থিতিতে খেলতে হয়েছে, তাই অসুবিধাটা দুই দলের জন্যেই সমান।’

কলম্বিয়ার বিপক্ষে এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে তিন জয় তুলে নিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে তারা ‘বি’ গ্রুপ থেকে উঠে গেছে শেষ আটেও। নিশ্চিত করে ফেলেছে গ্রুপে নিজেদের শ্রেষ্ঠত্বও। নিজেদের চতুর্থ ম্যাচে আগামী সোমবার রাতে মাঠে নামবে ব্রাজিল। নিয়ম রক্ষার সে ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ হবে ইকুয়েডর।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

ম্যাচ জিতেও মাঠের সমালোচনা করলেন ব্রাজিল কোচ

আপডেট: ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: কোপা আমেরিকায় ব্রাজিল নিজেদের তৃতীয় জয়টা তুলে নিয়েছে। তবে নেইমারদের এই জয়ে লেগে আছে খানিকটা বিতর্কের কালিমা। কোচ তিতে কষ্টার্জিত এই জয়ের পর খেলোয়াড়দের মানসিকতার প্রশংসাই করলেন। তবে মাঠের অবস্থা নিয়ে সমালোচনায়ও মুখর হলেন তিনি। 

রিও ডি জেনিরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে ব্রাজিল পিছিয়ে পড়েছিল ম্যাচের ১২ মিনিটেই। তবে ৭৮ মিনিটে যখন নেইমাররা সমতায় ফিরলেন, প্রতিপক্ষ খেলোয়াড়রা ফেটে পড়েছিলেন ক্ষোভে। কারণ ফিরমিনোর সেই গোলের বিল্ড আপে বল লেগেছিল রেফারির গায়ে। কথা কাটাকাটির জেরে খেলাও বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। তবে শেষ মিনিটে নেইমার ঝলকে ক্যাসেমিরোর দারুণ হেডার ২-১ গোলের কষ্টার্জিত এক জয় এনে দেয় ব্রাজিলকে।

তবে রেফারিং নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, কম হচ্ছে না মাঠের অবস্থা নিয়েও। ব্রাজিলকে প্রায় এক সপ্তাহের নোটিশে এই টুর্নামেন্ট আয়োজনে নামতে হয়েছে। যার ফলে মাঠ প্রস্তুতের পর্যাপ্ত সুযোগটাও মেলেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের। খেলতে হচ্ছে এমন সব মাঠে, ইউরোপীয় মানদণ্ডের বিচারে যা পিছিয়ে আছে অনেক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন মাঠের সমালোচনা আর্জেন্টিনা অধিনায়ক মেসি করেছিলেন কিছুদিন আগে। এবার সেই দলে যোগ দিলেন তিতেও। ব্রাজিল কোচের কথা, ‘খেলার জন্য এটা খুবই খারাপ একটা মাঠ। স্বাভাবিক গতি ধীর করে দেয় এটা, এর ফলে যারা সৃষ্টিশীল খেলা খেলতে চায়, তারা তা পারেন না।’ 

তবে মাঠের পরিস্থিতি ঠিক করার জন্য যে সময় দরকার, তাও পায়নি ব্রাজিল। সে বিষয়টা ভুলে যাননি ব্রাজিল কোচ। বললেন, ‘তবে এটা প্রস্তুত করার জন্য সময়টাও খুব কম পাওয়া গেছে। এত কম সময়ে এটা গড়েও তোলা যায় না। তবে এ মাঠ ইউরোপের শীর্ষ খেলোয়াড়দের জন্য অগ্রহণযোগ্য। যদিও দুই দলকেই একই পরিস্থিতিতে খেলতে হয়েছে, তাই অসুবিধাটা দুই দলের জন্যেই সমান।’

কলম্বিয়ার বিপক্ষে এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে তিন জয় তুলে নিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে তারা ‘বি’ গ্রুপ থেকে উঠে গেছে শেষ আটেও। নিশ্চিত করে ফেলেছে গ্রুপে নিজেদের শ্রেষ্ঠত্বও। নিজেদের চতুর্থ ম্যাচে আগামী সোমবার রাতে মাঠে নামবে ব্রাজিল। নিয়ম রক্ষার সে ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ হবে ইকুয়েডর।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: